ভালোবাসা পাগল

ভালোবাসা শব্দটার সাথে আমরা সবাই পরিচিত।সবাই কাউকে না কাউকে ভালোবাসি।  কিন্তু ভালোবাসা শব্দটার মানে আমরা কি সবাই বুঝি? নাকি কখনো বুঝতে চেষ্টা করিনি বা বুজেও এড়িয়ে যায়। আজ তারি কিছু কথা বলবো এখানে!



ভালোবাসা শব্দটা যত ছোটা তার মানে ঠিক তত বড়। ভালোবাসা হতে পারে মা-বাবার সাথে ভালোবাসা হতে পারে ভাই বোনের মধ্যে ভালোবাসা হতে পারে দেশের প্রতি ভালোবাসা হতে পারে বিশেষ কোনো মানুষের জন্য। হতে পারে প্রকাশের ধরন আলাদা কিন্তুু ভালোবাসাইত। আমরা কি জানি ভালোবাসা মানব জীবনের একটা আংশ। প্রতিটা মানুষের জীবনে কিছু আশা আর ভালোবাসা নিয়ে বেচে থাকে।
 


মানুষের অপূর্ন জীবন ভালোবাসা মধ্য দিয়ে পূর্ণতা পাই। একটা মানুষ কারো ভালোবাসায় যেমন ভালো হতে পারে তেমনি ভালোবাসব না পেলে নষ্ট হতে পারে।

প্রেমিক-প্রেমিকার ভালোবাসাঃ

সবার জীবনে প্রেম আসে তাইতো সবাই ভালোবাসে প্রথম যারে লাগে ভালো যায়না ভুলা কবু তারে.....
এই গানের মাধ্যমেই বোঝা যায় সবাই এক সময় কাউকে না কাউকে ভালোবেসেছে এবং তারে পাইলে পাইছে নয়ত তারে ভুলতে পারে নাই। আজো তার প্রেমিক জীবনের হাসি খুশি দিন গুলো মনে পরে। আজো তার প্রেমিক বা প্রেমিকাকে মনে করে কষ্ট পায়, কেউ নিজেকে ধ্বংসের মুখে ঠেলে দেয়, কেউ বা নিজের জীবনের ইতি টেনে দেয়। একজন প্রেমিক বা প্রেমিকা কেন ভালোবাসে নিজেকে শেষ করে দেয়া জন্য? নাকি নতুন করে বাচঁবার জন্য? নাকি অনেক দুঃখ কষ্ট বুকে নিয়ে নিজেকে তিরে তিলে শেষ করে দেয়ার জন্য?


আমার মনে হয়...

এই শহরে নেই ভালোবাসার প্রকৃত রুপ আছে কেবর তার ছাচ। এখন আর প্রকৃত ভালোবাসা পাওয়া যায়না। ভলোবাসা আজ টাকায় বিক্রি হচ্ছে। কার কত টাকা আছে? সবচেয়ে বেশি টাকা যার আমি তার। মেয়েরা খুজে চাকুরি আর ছেলেরা খুজে টাকা আর সুন্দরী। যাদের যাদের আছে তারাই পাবে প্রেম আর ভালোবাসা।আর যাদের নেই তারা থাকো এই শহর থেকে অনেক দূরে।



অনেক দুঃখ কষ্ট আর যন্ত্রণা নিয়ে
মৃত্যু সময় তোমাদের মাজে বলে গেলাম
এই জীবনে আমি ভালোবাসা কোথায় পেলাম।
.......JR_mind




Post a Comment

0 Comments